• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়েছেন: ইসি সচিব

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১, ২০:০৩ অপরাহ্ণ
প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়েছেন: ইসি সচিব

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: ১৬০ ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতায় দুই জেলায় তিনজনের প্রাণহানি ঘটেছে। প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৬০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়েছে। এ সময় সহিংসতায় কক্সবাজারে দুজনের মৃত্যু হয়েছে।

আর গতকাল খুলনার মোংলায় একজন মারা গেছেন। এ ছাড়া ২৪ জন সংঘর্ষে আহত হয়েছেন।

এসব ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ইসি সচিব বলেন, এই কয়েকটি ঘটনা ছাড়া বাকি সব জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে।

কেন এই সহিংসতা এমন প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আসলে প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়ে গেছে।

এ ছাড়া একটি ভোটকেন্দ্রে সন্ত্রাসীরা ব্যালট ছিনতাইয়ের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে একজন মারা যান।

অনিয়মের অভিযোগে, নোয়াখালীর জেলার পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলেও জানিয়েছেন ইসির এই মুখপাত্র।