বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে আব্দুল মালেক নামে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ মে) বিকেলে আখতারুজ্জামান ফ্লাইওভারে খুলশী থানার অংশে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান বাংলানিউজকে বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরের খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মামলার বিষয়ে জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।