বিডি ক্রাইম ডেস্ক ॥
দোদোমা, ১৯ মার্চ – তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। কাতারভিত্তিক সংবামাদমাধ্যম এখবর জানিয়েছে।
বুধবার দেশটির বৃহত্তম শহর দার এস সালামের একটি হাসপাতালে হার্টের জটিলতায় মৃত্যু হয় প্রেসিডেন্ট জন পোমবে মাগুফুলির। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। ২৭ ফেব্রুয়ারি তাকে শেষবারের মতো প্রকাশ্যে দেখা গেলেও প্রেসিডেন্ট ‘শারীরিকভাবে সুস্থ আছেন এবং কঠিন পরিশ্রম করছেন’ বলে গত সপ্তাহে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া। প্রেসিডেন্টের অসুস্থতার খবরকে ভিত্তিহীন আখ্যা দিয়ে এ ধরনের গুজব ছড়ানোর জন্য তিনি বিদেশে বসবাসকারী ‘ঘৃণ্য’ তানজানিয়ানদের দায়ী করেছিলেন। বিরোধীদের দাবি ছিল, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
২০১৫ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন সামিয়া। ৬১ বছর বসয়ী এই নারীকে মানুষ ভালোবেসে মামা সামিয়া নামে ডাকেন। ২০০০ সালে তিনি প্রথম আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালে সাংবিধানিক পরিষদের ভাইস-চেয়ারপারসন হিসেবে প্রথম আলোচনায় আসেন সামিয়া।