• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পিরোজপুর-বরিশাল সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২, ২০২৪, ১৮:০৯ অপরাহ্ণ
পিরোজপুর-বরিশাল সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ৯ দফা আদায়ের লক্ষে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার দুপুরে পিরোজপুর জেলা শহরের সি-অফিস মোড়ে জড়ো হয়ে বরিশাল টু খুলনা সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি শহরের পুরাতন বাসস্টান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আজকের মতো কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা।

সমাবেশে থেকে শিক্ষার্থীরা বলেন, সরকারকে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ও জাতিসঙ্ঘের তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি দ্রুত মেনে নেয়ার দাবি জানান।

বিক্ষোভ মিছিল থেকে তারা ‘আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে’, ‘আটককৃত সকল ছাত্রদের মুক্তি চাই দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়া তারা সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে কমসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করেন।