বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে এক কৃষকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কাথুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম তপন কুমার হালদার (৫৫)। তিনি পেশায় কৃষক। কাথুলিয়া গ্রামের সতীন্দ্রনাথ হালদারের ছেলে তিনি।
দূর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হাওলাদার জানান, তপনের এক ছেলে সাতক্ষীরায় চাকরি করে এবং অন্য মেয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্স হিসেবে কর্মরত। আর তাঁর স্ত্রী বরিশাল বেড়াতে গিয়েছিলেন। তাই একাই বাড়িতে ছিলেন তপন।
গতকাল বৃহস্পতিবার অনেক বেলা পর্যন্ত তাঁর কোনো খবর না পেয়ে প্রতিবেশীরা তাঁর ঘরে খোঁজ করতে যান। এ সময় ঘরের মধ্যে বিছানায় তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। এরপর বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রাতে মৃতদেহটি থানায় নিয়ে আসে।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘর থেকে মূল্যবান কোনো কিছু নেওয়ার ঘটনা ঘটেনি। তদন্তের পরে এ বিষয় বিস্তারিত বলা যাবে।