• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে প্রতিপক্ষের ঘরে মিলল কৃষকের লাশ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২১, ১৮:১৯ অপরাহ্ণ
পিরোজপুরে প্রতিপক্ষের ঘরে মিলল কৃষকের লাশ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: পিরোজপুরের মঠবাড়িয়ায় বারেক গাজী (৬০) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রতিপক্ষ ইউনুস হাওলাদারের ঘরে তার লাশ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনার তিন দিন পর বুধবার রাতে ওই কৃষকের ভাই উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত শের আলী গাজীর ছেলে আব্দুল হালিম গাজী বাদী হয়ে ইউনুস হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ইউনুস হাওলাদার একই গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার সকালে বারেক গাজী তার জমিতে ইরি ধানের বীজ (চারা) রোপণ করে।

ওই দিন বিকালে প্রভাবশালী ইউনুস হাওলাদারের বীজতলা থেকে অজ্ঞাত ব্যক্তি বীজ চুরি করে নিলে বারেক গাজীকে সন্দেহ করে এবং তার বাড়িতে গিয়ে গালাগাল ও হুমকি দেয়।

পরে বারেক গাজী বাড়িতে এসে বিষয়টি ভালোভাবে জানার জন্য রাতে ইউনুস হাওলাদারের বাড়িতে যান। এ সময় তাকে মারধর করা হলে ঘটনাস্থলেই বারেক গাজী মারা যান।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ওসি নূরুল ইসলাম বাদল লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।