• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিরোজপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৭, ২০২১, ১৫:৫২ অপরাহ্ণ
পিরোজপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. জয়নাল আকন (৭০) নামে এক বৃদ্ধকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে উপজেলার দক্ষিণ মাহামুদকাঠি গ্রামের আকন বাড়িতে।

নিহতের ছেলে সুমন আকন বলেন, তার ভাই রাজ্জাক এলাকার একজন চিহ্নিত মাদকাসক্ত। সে কোনো কাজকর্ম করে না। সংসারে তার স্ত্রী ছেলে মেয়ে রয়েছে।

সে প্রায়ই নেশার টাকার জন্য বাবা ও ভাইদের সঙ্গে ঝগড়া করত। ঘটনার দিন দুপুরে রাজ্জাক বাড়িতে এসে বাবার কাছে নেশার টাকা চায়।

টাকা না দিলে কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করে। আহতাবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে গেলে হাসাপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, এলাকাবাসী জানিয়েছেন হত্যাকারী নেশাগ্রস্ত। এখনও মামলা হয়নি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।