আরশাদ মামুন লালমোহন : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যা কারীদের বাঙালি জাতি আজন্ম ঘৃনাই করবে।
ওই কালোরাতে বিপদগামী কুলাঙ্গাররা পিতা মুজিবকেই হত্যা করেনি বিশ্বের বুকে বাংলাদেশের নাম মুছে ফেলার অপচেষ্টা করেছে।
১৬ আগষ্ট সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ আওয়ামী যুবলীগ,
স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ, লালমোহন উপজেলা শাখা ও পৌরসভা শাখা এবং তজুমদ্দিন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ১৫ আগষ্ট কালরাতে জাতির পিতা হত্যাকান্ডের নেপথ্য নায়কদের বিচারের দাবিতে “ঘৃনা প্রকাশে মন্তব্য ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধান কালে এমপি শাওন আরো বলেন, খুনিদের সে স্বপ্ন কোনদিনই পূরন হবেনা।
কেননা দেশের জনগন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শতভাগ ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক আবুল হাসান রিমন, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল,তজুমুদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি মিশু,সম্পাদক আবদুর রহমান, লালমোহন উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ইউসুফ মঞ্জু, আরিফুর রহমান আরিফ, মনির মাতাব্বর, ইকবাল হোসাইন জুলহাস পৌর যুবলীগ সভাপতি কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মূর্তজা সজীব,যুগ্ম আহবায়ক হাসান হাওলাদার, সরকারি শাহবাজপুর কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ নাঈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।