• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পানিতে নেমে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর ছবি ভাইরাল!

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১, ১৪:৪৭ অপরাহ্ণ
পানিতে নেমে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর ছবি ভাইরাল!

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: কোমর পানিতে নেমে শিশুদের পোলিও টিকা খাওয়াচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এমন একটি ছবি ভাইরাল হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জলমগ্ন কিছু এলাকা ডুবে গেছে বন্যার পানিতে। কিন্তু শিশুদের তো পোলিও টিকা খাওয়াতেই হবে। তাই স্বাস্থ্যকর্মীরা কোমর পানি, বুক পানিতে নেমেই টিকা খাওয়াচ্ছেন।

পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী সেখানে বানের পানি বেড়েই চলেছে। কিন্তু এরইমধ্যে পোলিও কর্মসূচির কারণে বিপাকে পড়েছেন অভিভাবক ও স্বাস্থ্যকর্মীরা।

শিশুদের কাঁধে-মাথায় নিয়ে কোমর পানি ঠেলে অভিভাবকরা যেমন টিকা খাওয়াতে আনছেন, তেমনি স্বাস্থ্যকর্মীদেরও কোমর পানিতে দাঁড়িয়েই কাজ করতে হচ্ছে।