লালমোহন প্রতিনিধি : লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগদান করলেও প্রভাবশালী কর্মকর্তার বদৌলতে কম্পিউটার অপারেটর বনে যাওয়া মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ বানিজ্য, কতিপয় নার্সদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও নানা অজুহাতে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে।
বিশ্বস্ত একাধিক সূত্র থেকে জানা গেছে, মোঃ মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মী পদে যোগদান করলেও এক ঘন্টার জন্যও সে কাজ করতে হয়নি।
আদতে সৌভাগ্যবান বনে যাওয়া মিজান কম্পিউটার অপারেটর হিসেবে নিজেকে পরিচয় দিয়েই কাজ করছেন। প্রধান সহকারীর রুমেই বসে অফিস করেন মিজান।
এত অনিয়ম করলেও তার নেপথ্যে রয়েছে ওই দপ্তরের জনৈক প্রভাবশালীর আশীর্বাদ। এ নিয়ে লেখালেখি হলে ওই কর্তা দম্ভোক্তি এসব লেখালেখিতে দেখি মিজানের কি হয়।
এগুলোতে কিছুই হবেনা বলে চ্যালেঞ্জ ছুড়ছেন নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ওই কর্তা। এদিকে মিজানকে স্বপদে কাজ না করায় স্বাস্থ্য কমপ্লেক্সে চাপা ক্ষোভ বিরাজ করছে।