• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিপ্রবি’তে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৩, ১৫:২৯ অপরাহ্ণ
পবিপ্রবি’তে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়াও তিনি থিসিস কর্ণার এবং ডিজিটাল রিসোর্সেস এক্সেস সেন্টার এর উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বিবেকসম্পন্ন মানুষ হতে হবে বই পড়ার মাধ্যমে। বই পড়ার অভ্যাস গঠন করতে হবে পরিবার থেকে। পরিশেষে স্মাট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট গ্রন্থাগারের বিকল্প নেই।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগার (অ.দা)বাবু পঙ্কজ কুমার সরকার। বিশেষ অতিথি বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. সন্তোষ কুমার বসু(আ.দ.), প্রফেসর ড.পূনেন্দু বিশ্বাস, প্রফেসর বদিউজ্জামান, প্রফেসর লিটন সেন, প্রফেসর জাহিদ হোসেন, প্রফেসর জাহাঙ্গীর হোসেন।