• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে গ্রেনেড হামলার প্রতিবাদে মানববন্ধন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২১, ২০২১, ১৭:১০ অপরাহ্ণ
পটুয়াখালীতে গ্রেনেড হামলার প্রতিবাদে মানববন্ধন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: ২০০৪ সালের ২১ আগষ্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেট হামলার প্রতিবাদ এবং খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগষ্ট) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে জেলা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগ ও আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা পটুয়াখালীর দশমিনা উপজেলার নিহত ছাত্রলীগ কর্মী মামুন মৃধাসহ গ্রেনেট হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান।

এছাড়া দ্রুত সময়ের মধ্যে খুনীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।

এর আগে জেলা যুবলীগের আয়োজনে শহীদ মিনারের পাদদেশে খুনীদের বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।