আমতলী প্রতিনিধি॥ পটুয়াখালী ও বরগুনা জেলার পল্লী বিদ্যুৎ সমিতির ৯শ’ কর্মকর্তা কর্মচারীরা সোমবার সকাল থেকে অনিদৃষ্ট কালের জন্য ২দফা দাবী আদায়ের জন্য বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতি পালন শুরু করায় ভোগান্তিতে পরেছে দুই জেলার হাজার হাজার গ্রাহকরা।
তাদের দুই দফা দাবীর মধ্যে রয়েছে সার্ভিস কোড এক ও অভিন্ন করা এবং সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। তাদের দুদফা দাবী আদায়ের লক্ষে বরগুনা ও পটুয়াখালীর ১১টি উপজেলার ৯শ’ কর্মকর্তা কর্মচারী ১জুলাই সোমবার সকাল থেকে তারা পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে জরো হয়ে প্রতিদিন সভা সমাবেশ ও বিক্ষোভ করছেন।
দুই জেলার শত শত কর্মকচারী এবং কর্মকর্তরা অনিদৃষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করায় হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকরা পরেছে মারত্মক ভোগান্তিতে।
গ্রাহকরা দুর দুরান্ত থেকে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসলেও তারা কোন সেবা না পেয়ে নিরাশ হয়ে ফিরে যাছেন। আমতলী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে কথা হয় হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া গ্রাম থেকে আসা গ্রাহক আতাউর রহমানের সাথে। তিনি বলেন, আজকেসহ গত তিন দিন পল্লী বিদ্যুৎ অফিসে এসে মিটার সমস্যার কোন সমাধান করতে না পেরে নিরাশ হয়ে বাড়ী ফিরে যেতে হচ্ছে।
শুনেছি তারা নাকি কর্মবিরতিতে আছেন, সেজন্য এখন আর আমাদের গ্রাহকদের কোন সেবা দিবেন না। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমার মত অনেক গ্রাহকদের। পল্লী বিদ্যুৎ সমিতি আমতলী অফিসের প্রকৌশলী মো. জিয়া উদ্দিন তরফদার বলেন, আমরা জরুরী গ্রাহক সেবা সচল রেখে অন্যান্য সকল কার্যক্রম বন্ধ রেখেছি।
আমাদের যৌক্তিক দাবী মেনে নেওয়া হলে আমরা কাজে যোগদেব। পল্লী বিদ্যু সমিতি পটুয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় রায় জানান, দীর্ঘদিন ধরে আমরা সমিতির কর্মকর্তা এবং কর্মচারীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তাদের ‘বৈষম্য মূলক আচরন, নির্যাতন এবং নি¤œ মালামাল ক্রয় করে তা পল্লী বিদ্যুৎ সমিতির নিকট চাপিয়ে দেওয়ায় গ্রাহকরা ভোগান্তিতে পড়ার প্রতিবাদে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি।