বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীতে ৬ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন ইবতেদায়ী শিক্ষকরা।
এসময় মোনাজাতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর জন্য বিশেষ দোয়া করেন এবং কান্নায় ভেঙ্গে পড়েন শিক্ষকরা।
বুক ভরা আশা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন সারাদেশের হাজার হাজার মানুষ। সেই স্বপ্ন পূরণে সব বাঁধা অতিক্রম করে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে, ছয় দফা দাবি পূরণে হস্তক্ষেপ কামনা করেন ইবতেদায়ী শিক্ষকরা।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান হিরনের সঞ্চালনায় এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষক ঐক্যজোটের সভাপতি মোহাম্মদ আল আমিন, গলাচিপা উপজেলা সভাপতি ওমর ফারুকসহ অন্যরা।
এসময়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাইমারি স্কুলের মতো জাতীয়করণ, শিক্ষার্থীদের উপবৃত্তিসহ সব ধরণের সুযোগ-সুবিধা প্রদান, রেজিষ্ট্রেশন কোডবিহীন মাদরাসাগুলোকে কোডভুক্ত করা, শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা, ৪র্থ শ্রেণির কর্মচারীর পদ সৃষ্টি করা, মাদরাসাগুলোকে স্থায়ী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা ও ভৌত অবকাঠামো নিশ্চিত করার দারি জানান বক্তারা।
পরে জেলা প্রশাসকের কাছে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।