বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও দেশব্যাপি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বরিশালে মানববন্ধন হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগরের উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে যখন একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠিক তখনি কিছু অগ্নিসন্ত্রাস দেশজুড়ে জালাও পোড়াও করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু পরিষদ বরিশাল মহানগরের সভাপতি একে আজাদ ফারুক। বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, সহ সভাপতি সমির কৃষ্ণ বনিক সহ আরো অনেকে।