• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নির্বাচনের তফসিল ঘোষনায় পিরোজপুরে আওয়ামীলীগের আনন্দ মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৩, ১৭:২৬ অপরাহ্ণ
নির্বাচনের তফসিল ঘোষনায় পিরোজপুরে আওয়ামীলীগের আনন্দ মিছিল

পিরোজপুর প্রতিনিধি ॥ নির্বাচন কমিশন এর তফসিল ঘোষণার পর পরই নির্বাচনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে পিরোজপুরের আওয়ামী লীগ।

বুধবার রাতে আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ—সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় তারা নির্বাচনের তফসিল ঘোষনা করায় উল্লাশে ফেটে পড়ে।

অন্যদিকে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রীর অনুসারীরা কৃষ্ণচুড়া মোড় থেকে আরেকটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিও অফিস গিয়ে শেষ করে।