• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নিম্নচাপের প্রভাবে বরিশালে আকাশ মেঘাচ্ছন্ন, দেখা মেলেনি রোদের

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৩, ১৫:৫৪ অপরাহ্ণ
নিম্নচাপের প্রভাবে বরিশালে আকাশ মেঘাচ্ছন্ন, দেখা মেলেনি রোদের

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বরিশালে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। এতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১২টা পর্যন্ত বরিশালে রোদের দেখা মেলেনি।

আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

সিপিপি বরিশালের উপপরিচালক মো. শাহাবুদ্দিন মিয়া জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন। সংকেত চারে উঠলে তারা লাল পতাকা টানানো এবং মানুষকে সচেতন করতে মাইকিং করা হবে।

এদিকে নিম্নচাপে বরিশাল নদীবন্দরে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। চলছে ছোটখাটো নৌযানও।