লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।চোরেরদল মটরসাইকেল, ল্যাপটপ, রাউডার, স্বর্ণলংকার, নগদটাকা ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে।জানা যায়, পৌরসভার ৫নং ওয়ার্ড সবুজবাগ জব্বার জান্টু মিয়ার বাসায় ভাড়া থাকেন ওহিদুননবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আকবর হোসেন। আকবর হোসেনের আত্নীয় মাওলানা আল এমরান জানায়, আজ সোমবার সকালে স্কুলের কাজে বরিশাল গেছেন আকবর হোসেন।
দুপুরে তার স্ত্রী পৌরসভার ওয়েষ্টার্ণ পাড়ায় বোনের বাসায় দাওয়াত খেতে যায় বাসা তালা মেরে। বাসা ফাকা পেয়ে চোরেরদল বাসার জানালার গ্রীল কেটে বাসায় ঢুকে বাসার আলমারি, সোকেজ, ট্রাংক ভেঙ্গে স্বনালংকার, নগদ টাকা, চেকবই, মোবাইল, রাউডার ও তার ব্যবহ্রত হিরো মটরসাইকেল টি নিয়ে যায়। সন্ধ্যার পূর্বে বাসায় এসে মাওলানা আকবরের স্ত্রী ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে বাসার পিছনে গিয়ে দেখেন পিছনের দরজা খোলা। পাশে জানালার গ্রীল কাটা।
বাসার ভিতরে ঢুকে দেখেন পুরো বাসা তছনছ করে রেখেছে। তার ডাকাডাকিতে ওই এলাকার মানুষজন চলে আসে এই ঘটনা দেখতে পায়। এলাকাবাসীর ধারণা এই এলাকার লোকজনের সহায়তায় এমন ঘটনা ঘটেছে। তা না হলে চোরেরদল কিভাবে জাললো দুপুরে বাসায় কেহ নেই। এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহাবুব উল আলম জানান, চুরির ঘটনায় ৩ চোরকে মালামালসহ আটক করা হয়েছে। চোরেরা ঢাকা থেকে লালমোহনে এসেছে। তবে মোটরসাইকেল এখনো উদ্ধার করা যায়নি। উদ্ধারের চেষ্টা চলছে।