• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দারিদ্র্য দূরীকরণে কাজ করছে সরকার : সংসদ সদস্য জ্যাকব

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১৯:০২ অপরাহ্ণ
দারিদ্র্য দূরীকরণে কাজ করছে সরকার : সংসদ সদস্য জ্যাকব

ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, আওয়ামী লীগ সরকার দরিদ্র দূরীকরণে সাহসী, দৃঢ় এবং জনকেন্দ্রীক নীতি গ্রহণ ও তা বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করছেন।

সোমবার দুপুরে ভোলার চরফ্যাশনে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ জেলে পরিবারের মাঝে এককালীন আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

এমপি জ্যাকব বলেন, সাধারণ জনসাধারণের জীবনমান উন্নয়ন তথা দরিদ্র নিরশনে শেখ হাসিনা সরকার সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। জনগণের খাদ্য নিরাপত্তা, কাজের বিনিময়ে খাদ্য এবং বয়স্ক, দুস্ত মহিলা, বিধবা, স্বামী নিগৃহীত, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাবে নগদ অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে সরকার ইতোমধ্যে দেশের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, ইউএনও নওরিন হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ।

অনুষ্ঠান শেষে নিখোঁজ ২৫ জেলে পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে ১২ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন এমপি জ্যাকব।