তজুমদ্দিন প্রতিনিধি : দেশের তিন কোটির বেশি শিক্ষার্থীর জন্য ইউনিক আইডি বা একক পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা গ্রহণ করছে সরকার।
এর অংশ হিসেবে ঈজঠঝ ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি এবং ইউনিক নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তজুমদ্দিন মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ৩টি কলেজ, ১৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৫ টি মাদ্রাসার প্রধানদের নিয়ে বুধবার (১১ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্ভোদন করেন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমি সুপার ভাইজার মোঃ রাসেদুল হাসান, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী তার বক্তব্যে বলেন, ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ অনলাইনে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ডাটাবেজে যাচাই করার পর ইউনিক আইডি কার্ড দেওয়া হবে।
এক্ষেত্রে হাতে লেখা জন্ম সনদের নম্বর অনলাইনে ভেরিফাই করা যাবে না। যেসব শিক্ষার্থীর জন্ম সনদ অনলাইনভিত্তিক করা নেই তাদের পুনরায় অনলাইনে নিবন্ধন করার বিষয়টি জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।