• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝালকাঠিতে অজ্ঞানপার্টির খপ্পরে কলেজছাত্র, অচেতন অবস্থায় ফেলে গেলো বাস

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৩, ১৬:২১ অপরাহ্ণ
ঝালকাঠিতে অজ্ঞানপার্টির খপ্পরে কলেজছাত্র, অচেতন অবস্থায় ফেলে গেলো বাস

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় হাফিজুল মোল্লা নামে বরিশাল সরকারি কলেজর এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে উদ্ধারের পর ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, হাফিজুল মোল্লা বরিশাল সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে বাসে বরিশালের আগৈলঝাড়া যাচ্ছিলেন। অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে তার নগদ টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ওই যুবক ঢাকা থেকে বরিশালে আসছিল। যাত্রাপথে অজ্ঞানপার্টি অজ্ঞান করে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। বাস স্টাফরা তাকে গাবখান সেতুর টোলে রেখে চলে যায়। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরিবারের লোকজন এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।