• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

জিয়া শিশু একাডেমির মহাপরিচালকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪, ২০:২৬ অপরাহ্ণ
জিয়া শিশু একাডেমির মহাপরিচালকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি ॥ বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির বেতাগী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। গত দুইদিন অথার্ৎ মহাসপ্তমী ও মহাষ্টমীতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র নেতাকর্মীসহ সনাতন ধর্মের অনেক লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া এম হুমায়ুন কবিরের ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে দেশ বরেণ্য বাউল শিল্পী শফি মন্ডল ও জনপ্রিয় কণ্ঠশিল্পী রুক্সার রহমান সংগীত পরিবেশন করেন।

এসময় পুলিশ প্রশাসন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।