• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ পরীমণিকে

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৩, ২০২১, ১৫:৫০ অপরাহ্ণ
জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ পরীমণিকে

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

দুপুরে তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় পরীমণির জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবীরা।

এর আগে, মঙ্গলবার পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।

এর আগে গত ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

৪ আগস্ট রাতে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব।