• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় শোক দিবস উপলক্ষে শালিণ্য সমাচারের মোড়ক উন্মোচন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৪, ২০২১, ২১:৫৭ অপরাহ্ণ
জাতীয় শোক দিবস উপলক্ষে শালিণ্য সমাচারের মোড়ক উন্মোচন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে শালিণ্য সমাচারের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর ভাটিখানায় নিরন্তর লাইব্রেরীতে এই পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।

শালিণ্য সমাচার প্রকাশনা উপ-পরিষদের আহবায়ক টুনু কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ আবদুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল ও বিশেষ অতিথি ছিলেন শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে।

আরও উপস্থিত ছিলেন প্রফেসর বিমল চক্রবর্তী, কাউন্সিলর কোহিনূর বেগম, সংগঠনের সহসভাপতি এসএম তাইজুল ইসলাম ও তানিয়া আফরোজ লিপি, বাচিক শিল্পী কাজী সেলিনা. শালিণ্য সমাচার প্রকাশনা উপ-পরিষদের সদস্য সচিব মারুফা খানম, সদস্য মনিকা রায়, অনিকেত মাসুদ, সৈকত চন্দ্র দে, অভিজিৎ দাস,  জাহিদ হোসেন হৃদয় প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠি জাতিরপিতার স্বপ্নকে বাঁধাগ্রস্ত করতে চেয়েছিলো।

কিন্তু আমরা এই শোককে শক্তিতে রূপদান করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে করতে কাজ করে যাচ্ছি।

অসাম্প্রদায়িক গণতন্ত্রের বাংলাদেশ সৃষ্টিতে শিশু কিশোর ও যুবকদের নিয়ে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাজ করছে।

আগামী প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করতে এই সংগঠনের উদ্যোগে শালিণ্য সমাচার প্রকাশ করা হয়েছে। যা নতুন প্রজন্মকে চারিত্রিক ও মানবিক মানুষ সৃষ্টিতে কাজ করছে।

শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এই পর্যন্ত সাড়ে সাত শতাধিক কর্মসূচী বাস্তবায়ন করেছে।

আমাদের লক্ষ্য হচ্ছে সোনার মানুষ সৃষ্টি করার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করা। সংগঠনের সম্পাদক কিশোর চন্দ্র বালার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন পালন করা হয়।