কুড়িগ্রাম প্রতিনিধি: অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্যর মিথ্যে অভিযোগে তদন্ত কমিটি গঠন হলেও তদন্ত আলোর মুখ দেখার আগেই পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলীকে বদলির সংবাদে ফুঁসে উঠেছে সাধারণ জনগণ।
নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের বদলীর সংবাদে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারণ মানুষের মাঝে।
ধরলা নদীর ডান তীর প্রকল্পে ৫৯৫কোটি টাকা একনেকে পাশ হলেও জমি অধিগ্রহণের জটিলতার কারণে ধরলা নদীর ডানতীর রক্ষা প্রকল্পের চল্লিশটি গ্রুপে প্রায় ৩শত ২০কোটি টাকার টেন্ডার সম্পন্ন হয়।
এই টেন্ডারে ৪০টি গ্রুপের মধ্যে ২০টি গ্রুপের কাজই চেয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ ।
চাহিদা মোতাবেক কাজ না পেয়ে মরিয়া হয়ে বিভিন্ন অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেন।
লিখিত অভিযোগে বিএনপি জামাত পৃষ্ঠপোষক গোলাম রব্বানী নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৩শত কোটি টাকার কাজ দেয়ার অভিযোগ করেছেন তিনি।
অথচ ওই ঠিকাদার পাবনা-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গোলাম রব্বানীর নামে মাত্র ৩৯কোটি টাকার কাজের কার্যাদেশ রয়েছে।
স্থানীয় জাতীয় পার্টির এমপি ধরলা নদীর বাম ও ডানতীর রক্ষা প্রকল্পের দরপত্রে অনিয়মের অভিযোগে ডিও লেটার এর প্রেক্ষিতে পানি সম্পদ মন্ত্রণালয় নং ৪২,০০, ০০০০, ০৩৫ ,৯৯, ০০৩১৯৯/৪১ স্বারকে উপসচিব উন্নয়ন-২ অধিশাখা মাহমুদ হাসান কে তদন্তকর্মকর্তা নিয়োগ করে আগামী পনের কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে ।
কিন্তু তদন্ত শুরু না করেই শুধুমাত্র অভিযোগ পত্রের ভিত্তিতে নির্বাহী প্রোকৌশলী আরিফুল ইসলামকে মঙ্গলবার পাউবোর সহকারী পরিচালক (প্রশাসন ২) প্রদীপ কুমার বসাক স্বাক্ষরিত এক আদেশে বদলি করা হয়।
এ ব্যাপারে, নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, দরপত্রে কোনরকম অনিয়মের কথা অস্বীকার করে বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ ৪০টি গ্রুপের দরপত্রের সিংহভাগই তার মনোনীত ঠিকাদারদের দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। নিয়ম মেনে কাজ বিতরণ করায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার নামে মনগড়া অভিযোগ করেছেন।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদ-নদী ভাঙ্গনরোধে চলছে বিশাল কর্মযজ্ঞ। কর্মকালীন সময়ে হঠাৎ করে নির্বাহী প্রকৌশলীর বদলীর আদেশে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাঙ্গন কবলিত এলাকার মানুষের আশঙ্কা নির্বাহী প্রকৌশলীর বদলি জনিত কারণে থমকে যাবে ভাঙ্গন প্রতিরোধে চলমান কাজ।
এ অবস্থায় প্রকল্পের কাজ চলমান রাখতে নির্বাহী প্রকৌশলীর বদলি বাতিল করে তদন্তের দাবী জানিয়েছেন স্থানীয় জনগণসহ সুধী সমাজ।