চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলা সরকারি কলেজের অনার্সের মেধাবী ছাত্র হাফেজ মো.ফয়েজ উল্যাহ রাহাত সড়ক দূর্ঘনায় নিহত হয়েছে।
সে চরফ্যাশন পৌরসভা ৮নং ওয়ার্ডের মৃত কয়ছর আহম্মদ মাষ্টারের ছেলে। বৃহ¤পতিবার সন্ধ্যায় ফরিদপুর সদর হাসপাতাল সংলগ্ম সড়ক দিয়ে হাটছিল।
পিছন থেকে কম্পানীর মালটানা ইজিভাইজ ধাক্কায় দেয়। এতে সে মাথায় আঘাত খেয়ে আহত হয়। তাৎক্ষণিক ফরিদপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শুক্রবার বিকাল আছরবাদ তার বাড়ীর দরজায় জানায়া শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। ফরিদপুর জেলা সদর থানার পুলিশ চালক ও মালটানা ইজিভাইকটি আটক করেছেন।
চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।