চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশনে মাদ্রাসার কেন্দ্রে ছাত্রকে খাতায় লিখে দেয়ার অভিযোগে সহ- সুপারের এক বছরের জেল দিয়েছে নির্বাহী ম্যাজেষ্ট্রেট। মঙ্গলবার চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার কেন্দ্রে ৮নং কক্ষে এই ঘটনা ঘটে। কেন্দ্র সূত্রে জানা যায়, মঙ্গলবার মাদ্রাসায় কেন্দ্রে আরবী ১ম পত্র পরীক্ষা চলছিল।
দক্ষিণ ফ্যাসন কালিয়া কান্দি কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহ- সুপার মাওঃ হাবিবুল্লাহ মাহবুবুর মাদ্রাসার ছাত্রের খাতায় লিখে দেয়ার অভিযোগ উঠেছে।
বিষয়টি নির্বাহী ম্যাজিষ্ট্রেটে ও ইউএনও রাসনা শারমিন মিথির অবগত হলে মাদ্রাসার সহ-সুপার মাওঃ হাবিবুল্লাহ মাহবুবকে তার স্বাক্ষরিত পত্রে ১ বছরের কারাদন্ডের রায় ঘোষণা করেন। আলীয় মাদ্রাসার কেন্দ্রে সচিব মাওঃ নুরুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।