• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪, ১৯:০৪ অপরাহ্ণ
গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের গৌরনদীতে মাদককারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শ’ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে আব্দুল হান্নান মীর (৫৫) নামের মাদককারবারিকে এ দণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্ত হান্নান মীর বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের মরহুম তাহের আলী মীরের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস গৌরনদী সার্কেলের এসআই হৃদয় হাওলাদার জানান, মাদককারবারি হান্নানের বাড়িতে অভিযান চালিয়ে ৭২ গ্রাম গাঁজাসহ হান্নানকে আটক করা হয়। দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ শ’ টাকা জরিমানা করা হয়।

এছাড়া উদ্ধার হওয়া গাঁজা পুড়িয়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাজিব হোসেন। মাদককারবারিকে বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।