• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গলাচিপায় মনসা পূজা উৎসব সম্পন্ন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৮, ২০২১, ০০:৩০ পূর্বাহ্ণ
গলাচিপায় মনসা পূজা উৎসব সম্পন্ন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় মনসা পূজার উৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল থেকে ভক্তদের আগমণে পূজা শুরু হয়।

উপজেলার ডাকুয়া ইউনিয়নে শিপন শীলের বাড়ি, আমখোলা ইউনিয়নের বউ বাজারে গোবিন্দ গোস্বামীর বাড়ি, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাহা বাড়ি, দাস বাড়িতে মনসা পূজা সম্পন্ন হয়েছে।

মনসা পূজায় আসা ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে পূজা সমাপ্ত ঘোষণা করা হয়। এ বিষয়ে দাস বাড়ির খোকন দাস বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও পূজা পালন করা হয়েছে।

কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে মনসা পূজা উৎসব পালন করা হয়েছে।