বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল-৫ আসনের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নামে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর আগে তিনি ঢাকা-১৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বরিশাল-৫ সদর আসনটি নানা কারণেই আলোচিত। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত দলের বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এর মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে সোমবার জাহাঙ্গীর কবির নানকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করার খবরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নানক এর আগেও ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যুবলীগের সাবেক এই চেয়ারম্যানের পৈত্রিক বাড়ি বরিশালে।
সাংবাদিকদের তিনি বলেছেন, কে বা কারা বরিশাল-৫ আসনের মনোনয়ন ফরম কিনেছেন আমি জানি না। তবে ধারণা করছি, হয়ত আমার কোনো শুভাকাঙ্ক্ষী ফরম কিনছেন।
ঢাকা-১৩ আসনের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী জানিয়ে নানক বলেন, সেখানেই তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। এটি তার পুরোনো আসন। সেখানে জনগণের সঙ্গে তার ‘নিবিড় সম্পর্ক’ রয়েছে। ওই আসন থেকেই তিনি নির্বাচন করতে চান।
মনোনয়নপত্র কিনলেন সাদিক, পঙ্কজের আসনে নিলেন শাম্মী
বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দলের সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার সোমবার বিকালে জানান, বরিশাল বিভাগের ২১ আসনে তিন দিনে ২৪১ জন ফরম সংগ্রহ করেছেন। বরিশাল-৫ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাহাঙ্গীর কবির নানক।
বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০ ইউনিয়ন নিয়ে বরিশাল-৫ আসন। এ আসন থেকে একাদশ সংসদে নির্বাচিত হয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী হন সাবেক সেনা সদস্য জাহিদ ফারুক শামীম।
বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, বরিশাল-৫ আসন থেকে রোববার জাহিদ ফারুক শামীম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন বলেন, রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন।
এ তিনজন ছাড়াও এ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম (এসপি মাহবুব), এস এম জাকির হোসেন, মো. মশিউর রহমান খান, মোহাম্মদ আরিফ হোসেন (আরিফিন মোল্লা), অ্যাডভোকেট মোর্শেদা বেগম, সালাউদ্দিন রিপন। (সূত্রঃ বিডি নিউজ ২৪ ডট কম)