• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের রাজীবপুরে এনামুল হোসেনের বাড়ির আঙিনায় গাঁজা চাষ

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২১, ২০২১, ১৪:০১ অপরাহ্ণ
কুড়িগ্রামের রাজীবপুরে এনামুল হোসেনের বাড়ির আঙিনায় গাঁজা চাষ

এম এম আল মামুন, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজীবপুরে এনামুল হোসেন (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়ির আঙিনায় চারটি গাঁজা গাছ জব্দ করা হয়।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার মদনের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মদনের চর এলাকার মৃত এফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মদনের চর এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি দল।

এ সময় ওই এলাকার এনামুল হোসেনের বাড়ির আঙিনায় চারটি গাঁজা গাছ জব্দ করা হয়। পরে এনামুল হককে আটক করা হয়।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, আটক এনামুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।