বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা ও কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদার হামলার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা পর্যটন হলিডে হোমস এলাকায় পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিব্বুর রহমানের উপস্থিতে এ ঘটনা ঘটে। এ সময় তিনি দৌড়ে একটি আবাসিক হোটেলে আশ্রায় নিয়ে প্রানে বেঁচে যান।
জানা গেছে, কুয়াকাটা পর্যটন মোটেল ইয়োথ-ইন কমপ্লেক্সের সমাবেশস্থলে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে সমাবেশ নষ্ট হয়ে যায়। খবর পেয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফেরদৌস আলম খান পুলিশ নিয়ে উত্তেজিত নেতাকর্মীদের রোষানল থেকে তাকে রক্ষা করেন। এ সময় একটি আবাসিক হোটেলের কলাপসিবল গেটের অভ্যান্তরে তার কয়েকজন সহযোগীকে নিয়ে অবরুদ্ধ অবস্থায় দেখা গেছে।
মেয়র মো: আনোয়ার হাওলাদার দাবি করেন, হামলার সময় তার পক্ষে থাকা কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এছাড়া তিনি এ ঘটনায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আ: বারেক মোল্লাকে দায়ী করেন।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ওসি মো: ফেরদৌস আলম মেয়রের ওপর হামলার ঘটনা স্বীকার করে বলেন, উত্তেজিত নেতাকর্মীদের সরিয়ে দিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটা পৌর মেয়রের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছি।