• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রাম ঘোগাদহে ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থ সহায়তা প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ১৯:২৬ অপরাহ্ণ
কুড়িগ্রাম ঘোগাদহে ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থ সহায়তা প্রদান

এম এম আল মামুন, কুড়িগ্রাম॥ কুড়িগ্রাম ইসলামিক রিলিফ বাংলাদেশের স্বনির্ভর দলের সদস্যদের মাঝে খানা ভিত্তিক উপকারভোগীদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

উপজেলার মোট ৩২৫০ টি অতি-দরিদ্র পরিবারে বিভিন্ন বৈচিত্রময় আয় সৃষ্টিকারী কার্যক্রম, স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং সামাজিক বিষয়ে জ্ঞান ও স্বক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করবেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপ-পরিচালক কৃত্রিম প্রজনন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার ও ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর টেকনিক্যাল কর্মকর্তা সদস্যদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ পরিচালনা করে আসছেন । প্রতি জন সদস্যের মাঝে এ অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন মনিটরিং অফিসার মোঃ ফারুক আহমেদ ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদে এ অর্থ বিতরণ করা হয়।

ইসলামিক রিলিফ ইউকে এর অর্থায়ন ও ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে আজ উপজেলার ঘোগাদহ ইউনিয়নে মোট ৫৩ জন সদস্যের মাঝে খানা প্রতি ২৫,০০০ করে টাকা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নে বিতরণ করা হবে।

অর্থ বিতরণ অনুষ্ঠানে ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের কুড়িগ্রাম সদর উপজেলার মনিটরিং অফিসার মোঃ ফারুক আহমেদ, সহকারী প্রজেক্ট অফিসার সলোমন বম্র, সিও সরস্বতী রানী, উপস্থিত ছিলেন স্বনির্ভর দলের সদস্যদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।