• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে দাশিয়ারছড়া ছিটমহল পরিদর্শন ও মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৩, ২০২৪, ১৫:১৩ অপরাহ্ণ
কুড়িগ্রামে দাশিয়ারছড়া ছিটমহল পরিদর্শন ও মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি

এম এম আল মামুন, কুড়িগ্রাম॥ বাংলাদেশের সবচেয়ে বড় সাবেক ছিটমহল দাসিয়ারছড়া পরিদর্শন ও দাসিয়ারছড়া বাসীর সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান । ২২ মে বুধবার দুপুর সাড়ে বারোটায় সস্ত্রীক দাসিয়ারছড়া কালীরহাট পৌঁছিলে জেলা প্রশাসন ও জেলা বার কাউন্সিলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। ফুলের শুভেচ্ছা প্রধান শেষে দাসিয়ারছড়া কালিরহাট রিসোর্স সেন্টারে সাবেক ছিটমহলবাসী ও সুধী জনের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরেফিন,পুলিশ সুপার

আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা দয়রা জজ আলমগীর হোসেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম, কুড়িগ্রাম বার কাউন্সিলের সভাপতি খোরশেদ আলম, এডভোকেট আহসান হাবীব নিলু, ছিটমহল আন্দোলনের নেতা গোলাম মোস্তফা ও আলতাব হোসেন সহ আরো অনেকে।

ছিটমহল আন্দোলন নেতা গোলাম মোস্তফা ও আলতাফ হোসেন জানান, মাননীয় বিচারপতি মহোদয় আমাদের আগের বর্তমানের জীবনযাত্রা বিষয়ে জানতে চেয়েছেন, সর্বশেষ আমরা ওনাকে আমাদের ভূমি জটিলতার বিষয়টি অবগত করেছি, বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য ডিসি মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন।