• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাঠালিয়া থানার বিভিন্ন ইউনিয়নে শান্তিশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১, ১৬:৫৫ অপরাহ্ণ
কাঠালিয়া থানার বিভিন্ন ইউনিয়নে শান্তিশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: ঝালকাঠী জেলার কাঠালিয়া থানার আওরাবুনিয়া ও শৈলজালিয়া ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক সভা করেছেন সহকারী পুলিশ সুপার রাজাপুর ও কাঁঠালিয়া সার্কেল মোঃ মাসুদ রানা।

আলাদা দুই ইউনিয়নে অনুষ্ঠিত উক্ত জনসচেতনতা মূলক সভায় আরও উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র, দুই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার এবং মোঃ মাহমুদ হাসান রিপন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সদস্য, সংবাদিক, ছাত্র, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণের সহযোগীতা কামনা করেন সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ।

সভায় উপস্থিত সকলের উদ্দেশ্য তিনি বলেন,, সমাজের অপরাধ নির্মূল করতে হলে সঠিক তথ্য উপস্থাপন করে থানা পুলিশকে সহযোগীতা করুন।

পুলিশের নিয়মিত কাজের ধারা অব্যাহত রেখে আপনাদের প্রদত্ত তথ্য অনুযায়ী অপরাধ নির্মূলে পুলিশ আলাদা ভাবে নজরদারি করবে।

মাদক সেবন, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, চাঁদাবাজসহ যে কোন ধরনের অপরাধ দেখলেই আমাদের অবহিত করবেন।

এছাড়াও বিকাশ প্রতারক চক্র থেকে নিরাপদ থাকতে সতর্ক থাকার আহ্বান জানান। প্রকাশ্যে তথ্য প্রদানে ভয় পেলে গোপনে জানাবেন।

থানা পুলিশকে জানাতে অনিহা বোধ করলে আমাকে ফোন দিবেন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রেখে পুলিশ অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবে।

সবাই ভালো থাকুক নিরাপদ থাকুন পুলিশকে সঠিক তথ্য প্রদান করে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করুন। আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।