• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কাউখালীতে বিবর্তনের বাংলাদেশ দেয়াল চিত্র উন্মোচন

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৩, ১৭:২৮ অপরাহ্ণ
কাউখালীতে বিবর্তনের বাংলাদেশ দেয়াল চিত্র উন্মোচন

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১ টায় (১৫ নভেম্বর) উপজেলা পরিষদের সামনে সরকারি পুকুর পাড়ে বিবর্তনের বাংলাদেশ দেয়াল চিত্র উন্মোচন করেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা,

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন,

কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসক  উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরে আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ প্রণোদনা বিতরণ করেন।