• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

কাউখালীতে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৩, ২০:২২ অপরাহ্ণ
কাউখালীতে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি ॥ ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস শহীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী সহ-সভাপতি মাহমুদ খান খোকন, কাজী মাসুদ ইকবাল, আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম, শেখ নিয়াজ আহমেদ, আকবর হোসেন দুলাল, সোহাগ তালুকদার প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।