• ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কাউখালীতে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকবিরোধী জনসচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৩, ১৮:৫৭ অপরাহ্ণ
কাউখালীতে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকবিরোধী জনসচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকবিরোধী, সামাজিক কর্মকাণ্ড এবং সেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনামূলক প্রশিক্ষণ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক অশোক কুমার সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।

প্রশিক্ষণে ৩০ জন যুবক/যুবতী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বক্তারা বলেন, মাদকদ্রব্য একটা সামাজিক ব্যাধি। যে ব্যক্তি মাদক ব্যবহার করে তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়।