পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী শাহ মোহাম্মাদ মোহেব্বুল্লাহ দ্বীনিয়া মাদরাসা ও বায়তুল মোকাররম জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (স:) উদ্যাপন উপলক্ষ্যে ঈছালে ছওয়াব ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে মাদরাসা প্রাঙ্গনে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ। প্রধান বক্তা ছিলেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা রুহুল আমিন ছালেহী।
বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ যুব হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা কাজী মফিজ উদ্দিন জিহাদী।
বিশেষ অতিথি ছিলেন কাউখলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন সহ আরও অনেকে।
মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান। দোয়া শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।