• ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলাপাড়ায় ২ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাতের তিন আঙ্গুল কর্তন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ১৭:৫২ অপরাহ্ণ
কলাপাড়ায় ২ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাতের তিন আঙ্গুল কর্তন

তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥ কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে । রবিবার বেলা ১১টায় টিয়াখালী বাজারে সশস্ত্র এ হামলার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন লোন্দা গ্রামের সজিব মোল্লার ছেলে মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের ছাত্র রাকিব (১৯) ও আলমগীর হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার (২৪)।

ইয়াকুব হাওলাদারের বাম হাতের তিনটি আঙ্গুল কেটে দেয়া হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে ইয়াকুব হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক।

আহতরা জানান, ঘটনার দিন রবিবার সকালে কলাপাড়া থেকে মোটরসাইকেল যোগে ইয়াকুব ও একই গ্রামের রাকিব বাড়িতে যাচ্ছিলেন।

এসময় মোটরসাইকেল থামিয়ে খোকন প্যাদা ও তার বাবা রসূল প্যাদার নেতৃত্বে ৭/৮ জন হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

হামলার কারন জানা যায়নি। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।