পটুয়াখালীর কলাপাড়ায় বিষধর কালনাগিনী সাপ উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রজোপাড়া বনে এটিকে অবমুক্ত করেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
এসময় অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য রাকায়েত আহসান, আল মঞ্জির, বাইজি মুন্সি, রিফাতুল ইসলাম হৃদয় উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সেটিকে উপজেলা প্রাণিকল্যাণ উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
অ্যানিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান জানান, সাপটি সচরাচর দেখা যায় না। তবে মাঝে মাঝে তালগাছ বা নারিকেল গাছে দেখা মেলে। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাপটি রজোপাড়া বনে অবমুক্ত করেছি।