• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪, ১৯:২৩ অপরাহ্ণ
কলাপাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

0-0x0-0-0#

তানজিল জামান জয়, কলাপাড়া॥ “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানা অফিসার্স ইনচার্জ মো. জুয়েল ইসলাম। কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কলাপাড়া প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মান্নু, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস, বন কর্মকর্তা মনিরুল ইসলাম ও কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী ও গণমাধ্যম কর্মীসহ স্বাবলম্বী নারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে উপজেলা শ্রেষ্ট জয়িতা নির্বাচিত করে পুরষ্কার বিতরণ করা হয়।