• ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৪, ২০:৩৭ অপরাহ্ণ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

তানজিল জামান জয়,কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়ার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সীর অনিয়ম ও দূর্ণীতির প্রতিবাদে তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে রোববার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক শাহজালাল মুন্সীর দূর্নীতি ও সেচ্ছাচারিতায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি আজ ধ্বংসের মুখে।

তাই অবিলম্বে তাকে অপসারণ করে গত ১৬ বছরের তার সকল অনিয়মের তদন্ত দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নুরুল ইসলাম মুকুল, রেজাউল করিম সিকদার ও প্রাক্তন ছাত্র মোস্তফা জামান সুজন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা সহকারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এবিষয়ে প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী বলেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট না করে যদি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক। তবে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন প্রধান শিক্ষক।