তানজিল জামান জয়,কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহরে ৯নং ওর্য়াড বাদুরতলী এলাকায় মঙ্গলবার গভীর রাতে যুবদল নেতার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সংঘবদ্ধ চোরের দল নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কার, দুই টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান লিটু ও তার পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে তাদের বসত ঘরের পেছনের জানালা দিয়ে কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে করে।
এর পর একটি ড্রয়ারে রাখা স্টিল আলমারির চাবি নিয়ে আলমারি খুলে নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও সাত ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা দ্#ু৩৯;টি মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় মশিউর রহমানের মা টের পেয়ে ডাক চিৎকার দিলে চোরের দল দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে কলাপাড়া থানায় অভিযোগ করলে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, চুরির বিষয় অভিযোগ পেয়েছি, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।