• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ২০:৪৩ অপরাহ্ণ
কলাপাড়ায় তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তানজিল জামান জয় , কলাপাড়া॥গাজায় চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে আছর নামাজ বাদ তাওহীদি জনতা এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেনী পেশার মুসলমান ধর্মপ্রান মানুষ আংশগ্রহন করেন।

তারা হাতে পতাকা,ব্যানার-ফেস্টুন নিয়ে ইসরাইল বিরোধী নানা ¯ স্লোগান দেন। মিছিলটি পৌর শহরের বড় মসজিদ মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো.আব্দুল কাইউম, যুব নেতা মাহাবুবুুল আলম নাঈম, আমরা কলাপাড়া বাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো.নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা, গাজায় চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। এছাড়া ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।