• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪, ১৯:৩০ অপরাহ্ণ
কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

0-0x0-0-0#

তানজিল জামান জয়, কলাপাড়া॥ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা ‘ এই স্লোগানের মধ্য দিয়ে কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী’র সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। পরে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন , সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাস, বন কর্মকর্তা মনিরুল ইসলাম , কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম প্রমুখ।

এসময় বক্তরা দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে কাজ করতে হবে, নতুন প্রজন্মকে সচেতন করতে সবাই মিলে একসাথে কাজ করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন।