• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুর খাদ্য নিরাপত্তায় ও অপুষ্টি দূরীকরণে এনাফ ক্যাম্পেইনের প্রচারাভিজান

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ১৯:২৮ অপরাহ্ণ
উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুর খাদ্য নিরাপত্তায় ও অপুষ্টি দূরীকরণে এনাফ ক্যাম্পেইনের প্রচারাভিজান

নাজমুল হক মুন্না॥ বরিশাল জেলার উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুর খাদ্য নিরাপত্তায় ও অপুষ্টি দূরীকরণে এনাফ ক্যাম্পেইনের প্রচারাভিজান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ওয়াল্ড ভিশন বাংলাদেশ উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও বরিশাল এসিও এর এ্যাক্টিং সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন, কৃষি কর্মকর্তা কৃষিবীদ কপিল বিশ্বাস, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, পৌর জামায়াতে ইসলামের আমীর আল আমিন সরদার,সাতলা,হারতা, জল্লা, শিকারপুর ইউনিয়ন ও উজিরপুর পৌরসভার রেজিস্টার্ড শিশু ও তার পরিবারের সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । খাদ্য নিরাপত্তার মাধ্যমে নিয়ম কানুন জেনে শিশুর পুষ্টিকর খাবার, সঠিক পরিচর্যা করতে পারলে বিকাশিত মেধাবী মানুষ করে গড়ে তোলা সম্ভব। তাই পুষ্টি সমৃদ্ধ খাবার চিনতে আর জানতে হবে। একই সাথে খাদ্য নিরাপত্তায় শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে।