উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে পূর্ব শত্রুতার জেরে বাথরুম পরিস্কার করে বসতবাড়ীর সম্মুখে মলমুত্র ফেলায় ক্ষুব্ধ শতাধিক পরিবার। এ ঘটনায় এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে।
ভূক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার উত্তর সাতলা গ্রামের রহুল আমিনের ছেলে এবায়দুল ইসলাম মিয়া ক্ষমতার দাপটে অন্যায় ভাবে ৭ এপ্রিল সন্ধ্যায় বাথরুম পরিস্কার করে একই বাড়ীর মিন্টু মিয়ার বসতঘরের সম্মুখে মলমুত্র ফেলেছে।
একারনে ওই বাড়ীর বসবাসকৃত ২২টি পরিবারের শত শত লোকজন ডায়েরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশংকা করছে। এ ব্যাপারে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় মিন্টু মিয়া বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্ত’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
এস.আই আনিচুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবেশ দুষন মুক্ত রাখতে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্ত্রির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।