• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

উজিরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ১৯:৪৮ অপরাহ্ণ
উজিরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন

নাজমুল হক মুন্না॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় এস এসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন। সূত্র থেকে জানা যায়, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭শত ৮ জন প্রথম দিন বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩ হাজার ৬শত৫৯ জন।

প্রথম দিনে মোট ৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, এ বছর প্রত্যেকটি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ের জন্যই নকল মুক্ত হবে।

তিনি দশ এপ্রিল উপজেলা ডাব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন, সরকারি শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভবানীপুর, ধামুরা সহ একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি জানান, এ বছর শিক্ষার্থীদের মেধা যাচাই করতে স্বচ্ছ ও নকল মুক্তভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটি কেন্দ্রই সুষ্ঠু ও নকলমুক্তভাবে পরীক্ষা চলছে। বাকি পরীক্ষা গুলো সুষ্ঠু ও নকলমুক্তভাবে হবে।