উজিরপুর প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুরে উপজেলা প্রশাসন , মহিলা অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালিত হয়েছে। এই উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও জয়িতাদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
০৯ ডিসেম্বর সকাল ১১ টায় উজিরপুর উপজেলা সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান,
বক্তব্য রাখেন, বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক ইমরান হোসেন,উজিরপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,পৌর বিএনপি’র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, জামায়াতে ইসলামের উপজেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক,উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,উজিরপুর মডেল থানার অফিসর ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার,উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উজিরপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিয়া লিটন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম। একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অথবা তাদের প্রতিনিধ উপস্থিত ছিলেন।
সভাশেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায়, সাফল্য অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জল্লা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের কুসুম বিশ্বাস,শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জল্লা ইউনিয়নের মাদ্রা গ্রামের পূর্ণিমা হালদার, সফল জননী নারী হিসেবে সম্মাননা গ্রহণ করেন ওটরা ইউনিয়নের তারাশীয়া গ্রামের পারুল বেগম, নির্যাতন প্রতিরোধ করে সফলম্বী নারী হিসেবে সম্মাননা গ্রহণ করেন শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের ফাহিমা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে সম্মাননা পেয়েছেন সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের শিরীন আক্তার।